Category

Wednesday, 31 January 2024

Telephone - Lyrics


অ্যালবামের নাম - গরম খবর
শিরোনাম - টেলিফোন
কণ্ঠ - চারু
সুরকার - পঙ্কজ
প্রযোজনা ও পরিবেশনায় - সংগীতা
অ্যালবাম সংগ্রহ ও রি-রেকর্ডিং : জামিল আহমেদ খান ( আরিয়ান মিউজিক বিডি )
 
টেলিফোন লিরিক

আশায় আশায় বসে আছি (২)
ওরে আমার মন
কখন জানি আসবে টেলিফোন
কখন ভাবি আসবে টেলিফোন।
 
আশায় আশায়, আশায় আশায় বসে আছি
ওরে আমার মন
কখন জানি আসবে টেলিফোন
কখন ভাবি আসবে টেলিফোন।
 
কালা যখন তখন করো ডায়াল
বুঝিনা ছাই তোমার খেয়াল
তোমার আমার এই যে দেয়াল
ভাঙবে যে তখন
কখন ভাবি আসবে টেলিফোন
কখন জানি আসবে টেলিফোন।
 
তোমার সঙ্গে দেখতে পেলে
পাড়াপড়শি মন্দ বলে গো
রাত্রিবেলা সবাই যখন
রাত্রিবেলা সবাই যখন ঘুমে অচেতন
তখন ভাবি আসবে টেলিফোন
তার চেয়ে ভাল তোমার টেলিফোন।
 
তোমার সঙ্গে থাকলে আমি
কি হয় জানেন অন্তর্যামী গো
দুরুদুরু বক্ষ কাঁপে (২)
চিত্তে উচাটন
এর চেয়ে ভাল তোমার টেলিফোন
কখন জানি আসবে টেলিফোন।
 
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং মধুর ধ্বনি
শুনি তোমার আগমনী গো
ধন্য হয়ে রাধারানী (২)
ধন্য এ জীবন
এর চেয়ে ভাল তোমার টেলিফোন
সবচেয়ে ভাল তোমার টেলিফোন।
 
আশায় আশায় বসে আছি (২)
ওরে আমার মন
তখন ভাবি আসবে টেলিফোন
কখন জানি আসবে টেলিফোন
তার চেয়ে ভাল তোমার টেলিফোন
সবচেয়ে ভাল তোমার টেলিফোন।
কখন জানি আসবে টেলিফোন
সবচেয়ে ভাল তোমার টেলিফোন।

0 comments:

Post a Comment

চাঁদনী পসরে কে - চন্দ্রকথা Lyrics

ছবির নাম - চন্দ্রকথা শিরোনাম - চাঁদনী পসরে কে কণ্ঠ - সেলিম চৌধুরী গীতিকার - হুমায়ুন আহমেদ সুরকার - মকসুদ জামিল মিন্টু প্রযোজনা ও পরিবেশনায়...

 
Blogger Templates