Category

Sunday, 27 July 2025

চাঁদনী পসরে কে - চন্দ্রকথা Lyrics

ছবির নাম - চন্দ্রকথা
শিরোনাম - চাঁদনী পসরে কে
কণ্ঠ - সেলিম চৌধুরী
গীতিকার - হুমায়ুন আহমেদ
সুরকার - মকসুদ জামিল মিন্টু
প্রযোজনা ও পরিবেশনায় - সাউন্ডটেক
অ্যালবাম সংগ্রহ ও রি-রেকর্ডিং : জামিল আহমেদ খান ( আরিয়ান মিউজিক বিডি )

This Song Download Link

👇

 
 

চাঁদনী পসরে কে - লিরিক

চাঁদনি পসরে কে
আমারে স্মরণ করে?কে আইসা দাঁড়াইসে গো
আমার দুয়ারে?
 চাঁদনি পসরে কে
আমারে স্মরণ করে?কে আইসা দাঁড়াইসে গো
আমার দুয়ারে?
তাহারে চিনি না আমি,
সে আমারে চেনে।
 
চাঁদনি পসরে কে
আমারে স্মরণ করে?কে আইসা দাঁড়াইসে গো
আমার দুয়ারে?
 
বাহিরে চান্দের আলো,
ঘর অন্ধকারখুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার
 বাহিরে চান্দের আলো,
ঘর অন্ধকারখুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার
তবু কেন সে আমার
ঘরে আসে না?সে আমারে চিনে, কিন্তু আমি চিনি না।
 
চাঁদনি পসরে কে
আমারে স্মরণ করে?কে আইসা দাঁড়াইসে গো
আমার দুয়ারে?
 
সে আমারে ঠারে ঠারে
ইশারায় কয়,এই চান্দের রাইতে তোমার
হইছে গো সময়।
 সে আমারে ঠারে ঠারে
ইশারায় কয়,এই চান্দের রাইতে তোমার
হইছে গো সময়।
ঘর ছাড়িয়া বাহির হও, ধরো আমার হাত।তোমার জন্য আনছি গো আইজ,
চান্দের দাওয়াত।
 
চাঁদনি পসরে কে
আমারে স্মরণ করে?কে আইসা দাঁড়াইসে গো
আমার দুয়ারে?
 চাঁদনি পসরে কে
আমারে স্মরণ করে?কে আইসা দাঁড়াইসে গো
আমার দুয়ারে?
তাহারে চিনি না আমি, সে আমারে চেনে।
 
চাঁদনি পসরে কে
আমারে স্মরণ করে?কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে?

0 comments:

Post a Comment

চাঁদনী পসরে কে - চন্দ্রকথা Lyrics

ছবির নাম - চন্দ্রকথা শিরোনাম - চাঁদনী পসরে কে কণ্ঠ - সেলিম চৌধুরী গীতিকার - হুমায়ুন আহমেদ সুরকার - মকসুদ জামিল মিন্টু প্রযোজনা ও পরিবেশনায়...

 
Blogger Templates